আজঃ রবিবার, ০৩ আগস্ট, ২০২৫ -এ ৩ ভাদ্র ১৪৩২ - ৩ শা’বান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

আগস্ট মাস ঘিরে পীরগাছা থানা পুলিশের বিশেষ অভিযান

Nuclear Fusion Closer to Becoming a Reality6

Admin

আপডেটঃ 2 আগস্ট, 2025

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

 জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে নানা কর্মসূচি ঘিরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করেছে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি)। এ অবস্থায় বিশেষ অভিযানসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ পুলিশ। 

এরই ধারাবাহিকতায় রংপুরের পীরগাছা থানা পুলিশ বিশেষ অভিযান চলমান রেখেছে। চলছে গোয়েন্দা নজরদারি এবং চেকপোস্টের মাধ্যমে সন্দেহভাজনদের তল্লাশি। থানা এসআই শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে উপজেলার কদমতলী বাজারে শনিবার সকালে বিভিন্ন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি চালানো হয়। এসময় তিনি বলেন, আওয়ামী লীগের কোন সন্ত্রাসী যাতে আগস্ট মাসকে ঘিরে কোন নৈরাজ্য ও অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। সেজন্য আমরা বিশেষ অভিযান পরিচালনা করছি। এধারা অব্যাহত থাকবে। 

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, ফ্যাসিবাদী শক্তিগুলো দেশব্যাপী উসকানিমূলক প্রচারণা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে পারে। পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে বাধা দিয়ে বা উসকানি সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টাও হতে পারে। তাই আমরা এই চেকপোস্ট বসিয়েছি। এসময় থানা এসআই আব্দুল রাজ্জাক সহ অনেক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম