আজঃ রবিবার, ০৩ আগস্ট, ২০২৫ -এ ৩ ভাদ্র ১৪৩২ - ৩ শা’বান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

জাতীয়করণসহ নানা দাবিতে কুড়িগ্রামে শিক্ষক ফোরামের মানববন্ধন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

Admin

আপডেটঃ 2 আগস্ট, 2025

মো. বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: 
জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় শিক্ষক ফোরাম। শনিবার (২ আগস্ট) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সময়ের দাবি। প্রতিটি উপজেলা ও জেলায় অন্তত একটি করে মাদরাসাকে জাতীয়করণের দাবি তোলেন তারা। পাশাপাশি ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ, শিক্ষার্থীদের উপবৃত্তি পুনরায় চালু, ক্বওমী সনদের পূর্ণ স্বীকৃতি এবং সেই সনদ অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার জোর দাবি জানান শিক্ষক নেতারা।

এছাড়া হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবসরকালীন কল্যাণ ফান্ডের টাকা ছয় মাসের মধ্যে পরিশোধ করার বিষয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরাম কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. নূর বখ্ত, সেক্রেটারি মাওলানা আবু তালেব, উপাধ্যক্ষ মাওলানা আলিনুর রহমান, মুহতামিম আবু বক্কর সিদ্দিক, মাওলানা আব্দুল সালাম, মাওলানা আমিনুল ইসলাম ও মাওলানা আব্দুর রহিম প্রমুখ।

বক্তারা সরকারের প্রতি অবিলম্বে দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং দাবিগুলোর পক্ষে জনমত গড়ে তোলার জন্য শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম