আজঃ রবিবার, ০৩ আগস্ট, ২০২৫ -এ ৩ ভাদ্র ১৪৩২ - ৩ শা’বান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিল ও নগদ অর্থসহ আটক ১

Nuclear Fusion Closer to Becoming a Reality6

Admin

আপডেটঃ 2 আগস্ট, 2025

আশরাফুজ্জামান সরকার, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে ১৫ বোতল ফেনসিডিল ও নগদ এক লক্ষ তিন হাজার চারশত বাহান্ন (১,০৩,৪৫২) টাকা সহ একজনকে আটক করেছে সেনাবাহিনীর একটি চৌকস দল।

শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের দক্ষিণ বন্দরে সরকার তেলের পাম্পের সামনে চেকপোস্টে তল্লাশির সময় এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, সেনাবাহিনীর নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামানো হয়। এ সময় যাত্রী বেশে থাকা রংপুর জেলার তাজহাট থানার আসরতপুর চকবাজার এলাকার বাসিন্দা আবুল হোসেনের ছেলে রাইফুল ইসলাম (৩৬)-এর ব্যাগ তল্লাশি করে ১৫ বোতল ফেনসিডিল ও উল্লিখিত পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটক রাইফুল ইসলামকে পলাশবাড়ী থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম