আজঃ রবিবার, ০৩ আগস্ট, ২০২৫ -এ ৩ ভাদ্র ১৪৩২ - ৩ শা’বান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

Admin

আপডেটঃ 2 আগস্ট, 2025

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ 
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬)-এর ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ৫টি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ১৪টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও চূড়ান্তভাবে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন জি.এম. মইনউদ্দীন হিরু ও মোফাচ্ছিলুল মাজেদ। সহ-সভাপতি পদে কোরবান আলী সোহেল, সাধারণ সম্পাদক পদে আতিউর রহমান (তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন), সহ-সাধারণ সম্পাদক পদে রাকিবুল ইসলাম ও মাহিদুল ইসলাম রিপন এবং অর্থ সম্পাদক পদে তাজেদুর রহমান মানিক মনোনয়নপত্র দাখিল করেছেন।

সাধারণ সম্পাদক পদে কেবল একজন প্রার্থী থাকায় আতিউর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন বলে নির্বাচন কমিশন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

নির্বাচনের প্রধান কমিশনার দিলাওয়ার হোসেন শাহ, সহকারী কমিশনার সাফায়েত হোসেন সজিব ও আরিফুর রহমান মনোনয়ন দাখিল এবং নির্বাচন সংক্রান্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ৩ আগস্ট, রবিবার মনোনয়নপত্র বাছাই করা হবে। এরপর নির্বাচনে মোট ১০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ৯ আগস্ট ২০২৫, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম