পার্বতীপুরে জুয়ার আসরে যৌথবাহিনীর অভিযান, গ্রেফতার ২৩

রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে যৌথবাহিনীর অভিযানে ২৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ ও সেনাবাহিনীর একটি চৌকস দল। শনিবার (২ আগস্ট) দুপুরে রেলওয়ে স্টেশন সংলগ্ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম, একটি জুয়ার বোর্ড ও নগদ ৯,৮০০ টাকা জব্দ করা হয়।
জানা গেছে, দিনাজপুর জেলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের (রেজি: নং ২৭৯৪/১২) এই কার্যালয়ে দীর্ঘদিন ধরে গোপনে জুয়ার আসর পরিচালিত হয়ে আসছিল। পূর্বেও একাধিকবার অভিযান পরিচালনা করা হলেও মূল হোতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় আসর বন্ধ করা যায়নি।
স্থানীয় শ্রমিকদের অভিযোগ, এই জুয়ার আসর থেকে প্রতিদিন মোটা অঙ্কের অর্থ লেনদেন হয় এবং মূল হোতারা এসব অর্থের ভাগীদার। অথচ প্রতিবারই সাধারণ খেলোয়াড়দেরই ধরা হয়, মূল আয়োজকেরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন। তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ২৩ জন আসামিকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।
গ্রেফতারকৃতরা হলেন:
১. জসিম, ২. মাহামুদুল হক, ৩. ওবায়দুল ইসলাম, ৪. মীর মাসুদ আলম, ৫. নূর নবী, ৬. রহিমুল ইসলাম সুমন, ৭. ওমর আলী, ৮. এনায়েত শেখ, ৯. মনোয়ার হোসেন, ১০. আইয়ুব হোসেন, ১১. বুলু, ১২. জাহাঙ্গীর আলম, ১৩. খাদেমুল ইসলাম, ১৪. নূর মোহাম্মদ, ১৫. জামাল হোসেন, ১৬. আরিফুল ইসলাম, ১৭. মাজেদুল ইসলাম, ১৮. সাইফুল ইসলাম, ১৯. রফিকুল ইসলাম, ২০. রশিদ, ২১. নিবারণ চন্দ্র, ২২. রুবেল ও ২৩. খাইরুল ইসলাম।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা আল মামুন বলেন, “আটককৃতদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন