আজঃ শনিবার, ০২ আগস্ট, ২০২৫ -এ ২ ভাদ্র ১৪৩২ - ২ শা’বান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

হিলিতে চিকিৎসককে মারধরের ঘটনায় ১০ জন গ্রেফতার

Nuclear Fusion Closer to Becoming a Reality6

Admin

আপডেটঃ 1 আগস্ট, 2025

দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসককে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলার মাত্র ১ ঘণ্টার মধ্যে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল মামুনসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে গ্রেফতারকৃতদের ডিবি পুলিশের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়। ঘটনাটি হিলি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা যায়, শুক্রবার (১ আগস্ট) দুপুরের পর জেলা সিভিল সার্জন ডা. মো. আসিফ ফয়েজদৌসের নির্দেশনা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলামের উপস্থিতিতে ভুক্তভোগী চিকিৎসক ডা. মশিউর রহমান বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে হাকিমপুর থানায় এজাহার দায়ের করেন (মামলা নং-০১)।

থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—মধ্যবাসুদেবপুর গ্রামের ওমর ফারুক (৪৫) ও তার স্ত্রী সুখি খাতুন (৩০), চন্ডিপুর এলাকার আল মামুন (৩৫), দক্ষিণবাসুদেবপুরের আমিরুল ইসলাম কদম (৪০), খোকন মণ্ডল (৩৮), শাওন (৩০), সাদ্দাম হোসেন (৩৬), ওয়াদুদ হোসেন (৩৬), আলতাব হোসেন রাজা (৪৫), এবং আহসান হাবিব (৩৬)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত ডা. মশিউর রহমান দায়িত্ব পালনকালে চিকিৎসা গ্রহণকারী ওমর ফারুক ও তার স্ত্রী সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ার প্রক্রিয়ায় থাকলেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। কিছু সময় পর আল মামুনের নেতৃত্বে ১০-১২ জন হাসপাতালে এসে তাকে মারধর করে এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

হাকিমপুর থানার ওসি (তদন্ত) এস. এম. জাহাঙ্গীর আলম জানান, “পুলিশ সুপার ও সার্কেল এএসপি’র দিকনির্দেশনায় দ্রুত অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়েছে। যথাযথ প্রক্রিয়ায় ডিবি পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।”

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম