শাহবাজার ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করল হাইকোর্ট

অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শাহবাজার এ এইচ ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির কার্যক্রম আগামী তিন মাসের জন্য স্থগিত করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। গত ১৩ জুলাই বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার বেঞ্চ এ আদেশ দেন।
জানা গেছে, চলতি বছরের ২১ এপ্রিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় উপজেলা বিএনপির নেতা মো. আরাবুর রহমানকে মাদ্রাসাটির গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনয়ন দেয়। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের বাসিন্দা। তবে পরে ২৯ মে এক পরিপত্রে তাঁকে বাদ দিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পশ্চিম নাগেশ্বরী গ্রামের জামায়াত নেতা মুহাম্মদ আব্দুল হামিদ মিয়াকে সভাপতি পদে পুনরায় মনোনয়ন দেওয়া হয়।
এর প্রতিবাদে মো. আরাবুর রহমান হাইকোর্টে রিট পিটিশন (নং ১০৭৪৫/২৫) দায়ের করেন। শুনানি শেষে আদালত মাদ্রাসার গভর্নিং বডির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন এবং কেন ওই দুটি মনোনয়নপত্র আইনগত কর্তৃত্ববিহীন ও অকার্যকর ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে সংশ্লিষ্ট আটজনকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে রুল জারি করেন।
এ বিষয়ে রিটকারী মো. আরাবুর রহমান জানান, “মাদ্রাসার তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম অনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যে দুই লক্ষাধিক টাকা ব্যয় করে আমার মনোনয়ন বাতিল করিয়েছেন। আমি বিষয়টি আদালতে উপস্থাপন করলে আদালত মাদ্রাসার কমিটির কার্যক্রম স্থগিত করেন।”
অন্যদিকে, মাদ্রাসার তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম বলেন, “পূর্বের সভাপতি আরাবুর রহমান আদালতের একটি কাগজ দেখিয়ে আমার কাছে একটি রিসিভ কপি নিয়েছেন। মামলার অগ্রগতি বা বর্তমান অবস্থা সম্পর্কে আমার জানা নেই।”
বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আজিমউদ্দিন জানান, “আমি গত ২৮ জুলাই দায়িত্ব গ্রহণ করেছি। গভর্নিং বডির স্থগিতাদেশ বিষয়ে বিস্তারিত জানি না, তবে শুনেছি আদালতের আদেশ রয়েছে।”
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন