পঞ্চগড়ে ফের নারী-শিশুসহ ৯ জনকে বিএসএফের পুশইন

ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধিঃ
ভারতের শিলিগুড়ি থেকে আটক এক বাংলাদেশি তরুণীকে আনুষ্ঠানিকভাবে বাংলাবান্ধা স্থলবন্দর সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। তবে একই দিন নারী ও শিশুসহ ৪ জন এবং গভীর রাতে আরও ৫ নারীকে পুশইন করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। ফলে গত বৃহস্পতিবার রাতেই পঞ্চগড়ের তেঁতুলিয়া ও সদর উপজেলার সীমান্ত দিয়ে মোট ৯ জনকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান।
বিজিবি সূত্র জানায়, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পপি রায় নামের তরুণীকে বিএসএফ আনুষ্ঠানিকভাবে ফেরত পাঠালেও একই রাতে তেঁতুলিয়ার সীমান্ত দিয়ে আছমা নামে এক নারী ও তার তিন শিশুসন্তানকে পুশইন করে। তারা যশোর জেলার বাসিন্দা এবং মুম্বাইয়ে দীর্ঘদিন বসবাসের পর সেখানকার পুলিশের হাতে আটক হন। পরে বিএসএফের মাধ্যমে সীমান্তে এনে ঠেলে দেওয়া হয়।
পরে গভীর রাতে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত দিয়ে আরও ৫ নারীকে পুশইন করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, মেইন পিলার ৭৫৬ এলাকা দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন এবং প্রায় ২ কিলোমিটার অভ্যন্তরে ডাংগিপুকুর বাজার এলাকায় পৌঁছান। স্থানীয় চেয়ারম্যান তাদের আটক করে পুলিশের জিম্মায় দেন।
বিজিবি জানায়, গত তিন মাসে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৫৭ জন বাংলাদেশি নাগরিককে ১০ দফায় অবৈধভাবে পুশইন করেছে বিএসএফ। এর বেশিরভাগই যশোর, দিনাজপুর, নীলফামারী ও ময়মনসিংহ জেলার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, পুশইনকৃতদের পরিচয় যাচাই করে পরিবারের জিম্মায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন