মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আনোয়ার হোসেন, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রতিপক্ষের মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কিশামত হলদিয়া গ্রামের আঙ্গুর মিয়া।
শুক্রবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে আঙ্গুর মিয়া লিখিত বক্তব্যে জানান, প্রতিপক্ষ মিজানুর প্রামাণিক তাকে জড়িয়ে একটি অনলাইন আইপি চ্যানেলে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছেন, যা উদ্দেশ্যপ্রণোদিত ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য করা হয়েছে।
তিনি বলেন, দীর্ঘ ৬০ বছর ধরে তার ভাতিজার নামে থাকা ভোগদখলীয় জমি হঠাৎ করে মিজানুর প্রামাণিক ও রশিদ প্রামাণিকগণ জবরদখল করেন। বিষয়টি স্থানীয়ভাবে শালিসে নিষ্পত্তি হলে চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিরা তার ভাতিজার পক্ষেই রায় দেন। পরবর্তীতে প্রশাসনিক তদন্তেও তার পক্ষে সিদ্ধান্ত আসে।
আঙ্গুর মিয়া অভিযোগ করেন, এসব কারণে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার শুরু করেছে। সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আঙ্গুর মিয়ার ভাতিজা রিয়াদ হাসান ও বড় ভাই সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন