বাংলাহিলি হাট ও বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি ঘোষণা

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি খাসমহল হাট ও বাজার ব্যবসায়ী সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ফরিদ খানকে সভাপতি এবং আরমান আলী প্রধানকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
গতকাল (শুক্রবার) রাত ৮টায় হিলি বাজারের পাবলিক ক্লাব কার্যালয়ে ত্রি-বার্ষিক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন করিম হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, ব্যবসায়ী নেতা মুশফিকুর রহমান চৌধুরীসহ আরও অনেকে।
সভায় পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়। কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন বছর।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন