কাহারোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের কাহারোল উপজেলায় ঝটিকা মিছিল বের করার সময় দুইজন ছাত্রলীগ নেতাকে একটি মোটরসাইকেলসহ আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ জুলাই ২০২৫) বিকেলে কাহারোল উপজেলার ১ নম্বর ডাবর ইউনিয়নের মাল্টার মোড়ে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর জেলা শাখার ব্যানারে ১০-১৫ জনের একটি দল “গণতন্ত্রের পথ ধর, ফ্যাসিস্ট ইউনুসকে বিদায় কর”—এই স্লোগান দিতে দিতে ঝটিকা মিছিল বের করে। তারা হঠাৎ করে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে এলাকাবাসীর মধ্যে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ সময় স্থানীয়রা বিষয়টি কাহারোল থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের ধাওয়া করে। ধাওয়ার একপর্যায়ে পুলিশ দুইজন ছাত্রলীগ নেতাকে একটি মোটরসাইকেলসহ আটক করে থানায় নিয়ে যায়।
আটককৃতরা হলেন—দিনাজপুর শহরের ঘাসিপাড়া এলাকার খুরশীদ আলমের ছেলে মো. আরিফ আলম এবং সুইয়ারী এলাকার জব্বারের ছেলে মো. আসাদ।
কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক ব্যক্তিরা ছাত্রলীগের নেতাকর্মী। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন