বেরোবি'র রিআর্থ ক্লাবের নতুন নেতৃত্বে শাকীব, শাহারিয়া ও পুলক
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সামাজিক ও পরিবেশবাদী সংগঠন রিআর্থ ক্লাবের ২০২৫–২০২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তাসবীন শাকীব, সাধারণ সম্পাদক আল শাহারিয়া এবং যুগ্ম সম্পাদক পুলক অধিকারী।
সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অনুশ্রী রায় এবং সেজান মাহামুদ। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে আছেন—সাংগঠনিক সম্পাদক তীর্থঙ্কর রায়, মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক মোছাঃ মেহেতা মিম, ডকুমেন্টেশন লিড সিবগাতুল্লাহ মোহাইমিন, প্রচার ও যোগাযোগ সম্পাদক মোছাঃ জেবা ফারিহা লুপু, কোষাধ্যক্ষ মোছাঃ মাগফারা চৌধুরী, প্রশাসনিক সম্পাদক মেসবাউল করিম জয়, সাংস্কৃতিক সম্পাদক (থিয়েটার) ভুপেন পাল এবং সাংস্কৃতিক সম্পাদক (সংগীত) শিপন দাস।

কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন নাফসে জাকিয়া নাবিলা, ফারিহা হোসেন সাফা এবং মোছাঃ মোবাশ্বিরা আক্তার।
নতুন দায়িত্ব পেয়ে সাধারণ সম্পাদক আল শাহারিয়া বলেন, “আমরা সামাজিক ও পরিবেশগত ন্যায্যতায় বিশ্বাসী। নবগঠিত এই কমিটি আমাদের কাজকে আরও বেগবান করবে। উদ্যমী কিছু মানুষকে নিয়ে আমরা পরিবেশ সুরক্ষা ও ন্যায় প্রতিষ্ঠার পথে আরও শক্তিশালী ভূমিকা রাখতে চাই।”
এছাড়া কমিটির বিভিন্ন সহ-পদে—যুগ্ম সাংগঠনিক, সহকারী প্রচার, সহকারী সাংস্কৃতিক, সহকারী ডকুমেন্টেশনসহ মোট ১১ জন সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত রিআর্থ ক্লাব পরিবেশ সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও টেকসই ভবিষ্যৎ গঠনে নানা কার্যক্রম পরিচালনা করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুপরিচিত একটি সংগঠন হিসেবে জায়গা করে নিয়েছে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন