আজঃ সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫ -এ ২৪ অগ্রহায়ণ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• বেরোবি'র রিআর্থ ক্লাবের নতুন নেতৃত্বে শাকীব, শাহারিয়া ও পুলক • সম্পর্ক ভালো করেও সীমান্ত হত্যা বন্ধ হবে না : পররাষ্ট্র উপদেষ্টা • নৌকা-ধানের শীষ-লাঙ্গল শুধু তাদের ভাগ্য পরিবর্তন করেছে, মানুষের নয় : এটিএম আজহারুল ইসলাম • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার শীর্ষ ৬ নেতাকে শোকজ • কাউনিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা • বেরোবি'র রিআর্থ ক্লাবের নতুন নেতৃত্বে শাকীব, শাহারিয়া ও পুলক • সম্পর্ক ভালো করেও সীমান্ত হত্যা বন্ধ হবে না : পররাষ্ট্র উপদেষ্টা • নৌকা-ধানের শীষ-লাঙ্গল শুধু তাদের ভাগ্য পরিবর্তন করেছে, মানুষের নয় : এটিএম আজহারুল ইসলাম • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার শীর্ষ ৬ নেতাকে শোকজ • কাউনিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

কাউনিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

Default Avatar

মোঃ জহির রায়হান , কাউনিয়া , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 7 ডিসেম্বর, 2025

কাউনিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিজ্ পাপিয়া সুলতানা উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে রোববার উপজেলা পরিষদ হল রুমে মতবিনিময় করেন। 
মতবিনিময় সভায় কাউনিয়া প্রেসক্লাব সভাপতি শাহ মোবাম্বেরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক সারওয়ার আলম মুকুল, প্রত্যাশার আলোর নির্বাহী সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি আব্দুল কুদ্দুছ বসুনিয়া, প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায়, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিক মিজানুর রহমান, জহির রায়হান, আসাদুজ্জামান, জসিম সরকার, জুলহাস হোসেন সোহাগ আতিকুল ইসলাম,আসলাম খান আমিনুল ইসলাম, অরেঞ্জ, ফুলবাবু আমজাদ হোসেন, ইব্রাহিম আলী, সজীব উদ্দিন,আনন্দ,সহ- মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় নির্বাহী অফিসার কাউনিয়ার উন্নয়নে সকল সাংবাদিকের সার্বিক সহযোগিতা কামনা করেন। 
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম