কিশোরগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দল বড়ভিটা ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার বিকেল ৫টায় বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে ৯টি ওয়ার্ডের মহিলারা অংশগ্রহণ করেন। তাদের সমর্থনের ভিত্তিতে বড়ভিটা ইউনিয়ন শাখা মহিলা দলের সভাপতি হিসেবে মারুফা বেগম, সাধারণ সম্পাদক শোভা রানী এবং সাংগঠনিক সম্পাদক মাহফুজা বেগমকে নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা আক্তার সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথী সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি ও নীলফামারী-৪ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। উদ্বোধক ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সভাপতি রওনক জাহান রেনু, প্রধান বক্তা ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা হোসেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, বড়ভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি জামিল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ ও অন্যান্য নেতাকর্মীরা।
প্রধান অতিথি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, “বিএনপি বিশ্বাস করে, জনগণের ভোটেই পরিবর্তন আসবে। ভোটের মাধ্যমে দেশে আইনের শাসন, নিরপেক্ষ প্রশাসন ও দুর্নীতিমুক্ত সরকার গড়ে উঠবে। আমি কিশোরগঞ্জের সকল মানুষকে আহ্বান জানাই— আসন্ন জাতীয় নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিন। এটি গণতন্ত্র, অধিকার ও মুক্তির প্রতীক।”
তিনি আরও আহ্বান জানান, মহিলা দলের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ মার্কা ভোট চাওয়ার কাজ চালাবেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।


মন্তব্য লিখুন