নবাবগঞ্জে প্রকাশ্যে জুয়া খেলার সময় এক ব্যক্তি আটক : ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের কারাদণ্ড
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৮ নং মাহমুদপুর ইউনিয়নের কবুলিপাড়া এলাকায় প্রকাশ্যে জুয়া খেলার সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন ওই এলাকার মোঃ আব্দুস সামাদের ছেলে মোঃ আব্দুস সাত্তার (৫৫)।
বৃহস্পতিবার রাতের এ অভিযানে নেতৃত্ব দেন নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির মাহফুজ।
প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ এর ৪ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় মোঃ আব্দুস সাত্তারকে তাৎক্ষণিকভাবে দণ্ড প্রদান করা হয়। অভিযানকালে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির মাহফুজ বলেন, “সামাজিক অপরাধ দমন ও স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান চলমান থাকবে। জনস্বার্থে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।


মন্তব্য লিখুন