৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে পার্বতীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা
ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে বেলাইচন্ডি ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ড। দিবসটি উপলক্ষ্যে নেতাকর্মীদের মাঝে ১ হাজার ৩শ’ খাবার প্যাকেট বিতরণ করা হয়।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বেলাইচন্ডি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়ক ও বেলাইচন্ডি বাজার সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি বের হয়। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিপুলসংখ্যক
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সহ-সভাপতি এজেডএম মেনহাজুল হক।
প্রধান অতিথি বলেন, “৭ নভেম্বর কেবল একটি ঐতিহাসিক দিন নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রতীক। জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি এখনও রাজপথে সংগ্রাম করছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই ফ্যাসিবাদী শক্তির পতন ঘটানো সম্ভব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক খায়রুল আলম সরদার।
এসময় আরো বক্তব্য রাখেন—
পার্বতীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন আহমেদ,
উপজেলা শ্রমিক দলের সভাপতি মন্জুরুল আলম,
সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রুবেল,
মোস্তাফিজুর রহমান রতন,
পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু এহিয়া,
বেলাইচন্ডি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হানিফ উদ্দিন প্রামাণিক,
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী ও সদস্য ফারুক হোসেন প্রমুখ।
দিবসটি উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে এলাকার নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।


মন্তব্য লিখুন