পীরগাছায় এনসিপি থেকে সরে দাঁড়ালেন উপজেলা সংগঠক ফারদিন এহসান মাহিম
রংপুরের পীরগাছায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র উপজেলা সংগঠক ফারদিন এহসান মাহিম দলটির সব ধরনের কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
শনিবার (১ নভেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
স্ট্যাটাসে ফারদিন লিখেছেন, মহান আল্লাহ তাঁকে জীবনের প্রতিটি কাজে সফল করেছেন, তবে এনসিপির ক্ষেত্রে তা হয়নি। এজন্য তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি জানান, এনসিপির পীরগাছা শাখায় তার কোনো পদবি না থাকলেও দলটির যাত্রা শুরুর সময় থেকেই তিনি সক্রিয় ছিলেন। ব্যক্তিগত কারণে এবং সজ্ঞানে তিনি নিজেকে দলের সব কার্যক্রম থেকে সরিয়ে নিচ্ছেন।
ফারদিন আরও বলেন, “নতুন এই দলটির জন্য আমি অক্লান্ত পরিশ্রম করেছি। কাজ করতে গিয়ে ভালোবাসা যেমন পেয়েছি, তেমনি লাঞ্ছনা ও প্রোপাগান্ডারও শিকার হয়েছি। কেউ আমার কাজে কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।”
স্ট্যাটাসের শেষে তিনি এনসিপির কেন্দ্রীয় নেতা আখতার হোসেন এবং পীরগাছা উপজেলা এনসিপির সব সদস্যের প্রতি শুভকামনা জানান।
উল্লেখ্য, ফারদিন এহসান মাহিম পীরগাছায় এনসিপির প্রাথমিক সংগঠক হিসেবে কাজ শুরু করেছিলেন এবং স্থানীয়ভাবে দলটির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। এছাড়া তিনি পীরগাছার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার অন্যতম নেতা হিসেবেও পরিচিত ছিলেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।


মন্তব্য লিখুন