আজঃ শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫ -এ ২৪ কার্তিক ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে পার্বতীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা • দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক রেখে পালাল পরিচয়দানকারী নানা-নানি • ঘোড়াঘাট থানার বিশেষ ক্ষমতা আইনে ৪ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব • কাহারোলে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত • ভুরুঙ্গামারীতে মায়ের অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত ছেলে গ্রেফতার • ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে পার্বতীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা • দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক রেখে পালাল পরিচয়দানকারী নানা-নানি • ঘোড়াঘাট থানার বিশেষ ক্ষমতা আইনে ৪ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব • কাহারোলে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত • ভুরুঙ্গামারীতে মায়ের অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত ছেলে গ্রেফতার

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

Default Avatar

রাশেদ নিজাম শাহ , কিশোরগঞ্জ , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 4 নভেম্বর, 2025

মঙ্গলবার(৪ নভেম্বর) বিকাল ৫টায় সময় কিশোরগঞ্জ উপজেলার দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের সভাপতি/সম্পাদকদের উপস্থিতিতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের লক্ষ্যে সৈয়দপুরে ৭ নভেম্বর ও ৮ নভেম্বর কিশোরগঞ্জে ব্যাপক উপস্থিতি ও আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জয়ী করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখা হয়।

সভায় কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাঃ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি ও সৈয়দপুর-কিশোরগঞ্জের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। 

আরোও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি কাজী একরামুল, সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, কৃষকদলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ আলম বাবু, মহিলা দলের সভাপতি নাজমা আক্তার, যুবদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, ছাত্রদলের সদস্য সচিব রাসেল প্রামানিক।

আরোও উপস্থিত ছিলেন, যুবদলের সাঃ সম্পাদক আঃ সালাম, কৃষকদলের সাঃ সম্পাদক মোরশেদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেবাশীষ সরকার, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জোবায়েদ ইবনে রুবেল, স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটির সদস্য আলমগীর হোসেন ও পলাশ ইসলাম, যুবদলের উপজেলা কমিটির সহ সভাপতি আনছারুল, দপ্তর বেলাল, সদর ইউনিয়নের মাহুবার রহমান বাদশা, চাঁদখানা ইউনিয়নের যুগ্ম সাধারণ হাবিব, বিএনপির ছাএ বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ সহ  ৯টি ইউনিয়ন বিএনপির সভাপতি/সম্পাদকবৃন্দের উপস্থিতি ছিল। 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, আসুন আপনারা সবাই মিলে আমাকে সাহায্য করুন আমার আবেদন সকলের কাছে পৌঁছায় দেন,আমার ছেলেমেয়ে প্রতিষ্ঠিত,আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ পাক আমাকে যথেষ্ট দিয়েছেন, শিক্ষক হিসেবে সম্মান দিয়েছেন দু-তিনটা কলেজ স্থাপন করে, বাকিটা ধানের শীষের প্রার্থী হয়ে আপনাদের দুয়ারে আসছি আমি বিশ্বাস করি আল্লাহ তায়ালার সহায় নিশ্চয়ই কিশোরগঞ্জের মানুষ একত্রিত হয়ে আগামী দিনে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দিবে ইনশাল্লাহ 

পরিশেষে ওলামা দলের সাবেক সাঃ সম্পাদক হাফেজ মিজানুর রহমান মানিকের দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি করা হয়। 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম