Sunday, March 16, 2025
Homeলালমনিরহাট১৫ লাখ টাকা খুইয়ে দুধ দিয়ে গোসল করে আর ক্যাসিনো না খেলার...

১৫ লাখ টাকা খুইয়ে দুধ দিয়ে গোসল করে আর ক্যাসিনো না খেলার ঘোষণা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

লালমনিরহাটের হাতিবান্ধায় দুধ দিয়ে গোসল করে অনলাইনে আর ক্যাসিনো (জুয়া) না খেলার ঘোষণা দিয়েছেন এক যুবক। শুক্রবার (২৩ আগস্ট) বিকালে হাতিবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকিবাড়ী গ্রামের জাহিরুল ইসলাম এ ঘোষণা দেন।

জাহিরুল ওই গ্রামের আবুল কাসেমের ছেলে। তার এমন ঘোষণায় অনেকেই সাধুবাদ জানিয়েছেন।পাকা সড়কে বসে জাহিরুল এক বালতি দুধ দিয়ে গোসল করতে করতে বলেন, যারা যারা ক্যাসিনোসহ বিভিন্ন ধরনের অনলাইন জুয়ায় আসক্ত তারা যেন এই জীবন ধ্বংস করার মতো জুয়া খেলা থেকে বিরত থাকেন।

তিনি বলেন, চলতি বছরে ১৫ লাখ টাকা অনলাইন ক্যাসিনো খেলে খুইয়েছেন। দোকান ও শখের মোটরসাইকেল বিক্রি আজ নিঃস্ব। তাই দুধে গোসল করে প্রতিজ্ঞা করলাম, আর কখনও অনলাইন জুয়া খেলবো না।

লাল/সাইদ

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর