Sunday, April 20, 2025
Homeদিনাজপুরহিলিতে স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির

হিলিতে স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের হাকিমপুর হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার গরীব অসহায় ও দুস্থ মানুষদের বিনামূল্যে চোখের প্রাথমিক চিকিৎসা এবং ছানি পড়া রোগীদের শনাক্ত করন, অপারেশন ও ঔষধ ফ্রি দেওয়া হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের হারিহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ন্যাচারাল ইনভারমেন্ট ফর সোশ্যাল ট্রেইন (Nest) ‘নেস্ট’ এর আয়োজনে জাইকা ফাউন্ডেশন কানাডার অর্থায়নে সকাল থেকে দিনব্যাপী এই বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়।

দিনাজপুর গাওসুল আযম এর (বিএনএসবিআই) প্রোগ্রাম অফিসার হামিদুর রহমান বলেন, স্বেচ্ছাসেবী নেস্ট এর আয়োজনে দিনাজপুর গাওসুল আযম চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ফাহমিদা নাজনীন নেতৃত্বে ৮ সদস্যের একটি চক্ষু চিকিৎসক দল গরীব, অসহায় ও দুস্থ মানুষদের বিনামূল্যে চোখের প্রাথমিক চিকিৎসা এবং ছানি পড়া রোগীদের নির্ণয় করার কাজ করতেছি। পরবর্তীতে ছানি পড়া রোগীদের দিনাজপুর গাওসুল আযম চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে ছানি অপারেশন করা হবে।

স্বেচ্ছাসেবী সংগঠন নেস্ট সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আব্দুল মালেক জানান, নেস্ট সম্পূর্ণ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। সমাজের অবহেলিত, নিপীড়িত, গরীব দুস্থ ও অসহায় মানুষের সেবা মূলক কাজ করায় আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, দিনাজপুর গাওসুল আযম চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবা ও জাইকা ফাউন্ডেশন কানাডার অর্থায়নে আজকের এই চক্ষু শিবির এর আয়োজন করা হয়েছে। আজকে এখানে প্রায় ৫’শ রোগীর ফ্রি প্রাথমিক চিকিৎসা সেবা, ফ্রি ঔষধ, এবং ছানি পড়া রোগী বাছাই করা হয়েছে। আগামী সোমবার ছানী পড়া রোগীদের দিনাজপুর গাওসুল আযম চক্ষু হাসপাতালে অপারেশন করা হবে। আমরা ছানী মুক্ত হাকিমপুর উপজেলা চাই।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর