Saturday, March 15, 2025
Homeশিক্ষা ও সাহিত্যহিম বাতাসে কাবু দিনাজপুরের মানুষ

হিম বাতাসে কাবু দিনাজপুরের মানুষ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

দিনাজপুর প্রতিনিধি:

উত্তরের জেলা দিনাজপুরে দেখা মিলছে না সূর্যের। তীব্র কুয়াশা আর হিম বাতাসে নাকাল জনজীবন। এতে কষ্ট বেড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের। শীতে বেশি বিপাকে পড়েছেন বয়োজ্যেষ্ঠ ও শিশুরা।

দিনাজপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ৯৪ শতাংশ ও বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪ কিলোমিটার।

এদিকে সকালের অধিকাংশ সময় কুয়াশায় ঢেকে থাকায় দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনকে। প্রচণ্ড শীতে গ্রামে বসবাসরত ও নিম্ন আয়ের মানুষেরা বেশি বিপাকে পড়েছেন। একটু গরমের আশায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। ফুটপাত ও স্টেশনে বসবাসরত ছিন্নমূল মানুষদের কষ্ট বেড়েছে সবচেয়ে বেশি।

শহরের ষষ্ঠী তলায় কাজের সন্ধানে আসা দিনমজুর মকসেদুর রহমান বলেন, ‘ঠান্ডা বেশি হওয়ার জন্য কাজকাম কম হচ্ছে। বেশি শীতের কারণে মানুষ কাজ করাতে চায় না। একদিন কাজ পাই তো দুই দিনই বসি থাকিবা লাগেছে। কেমন করি যে দিন চলিবে আল্লায় জানে।’

শহরের কলেজ মোড়ের অটো চালক শরিফুল বলেন, ‘ঘন কুয়াশা আর হিমেল বাতাসে মানুষ রাস্তায় কম চলাচল করছে। আগের মতো ভাড়া পাওয়া যাচ্ছে না। আয় কমে গেছে।’

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, আজ বুধবার সকাল ৬টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪ কিলোমিটার।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর