Saturday, March 15, 2025
Homeঠাকুরগাঁওসেরা ফলচাষী পারভেজের স্বপ্নভঙ্গ, জমির মালিক খোকনের শাস্তির দাবিতে মানববন্ধন

সেরা ফলচাষী পারভেজের স্বপ্নভঙ্গ, জমির মালিক খোকনের শাস্তির দাবিতে মানববন্ধন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
জমির মেয়াদ শেষ না হওয়া সত্ত্বেও সফল উদ্যোক্তা ও কৃষিতে পুরস্কৃত মইনুল ইসলাম পারভেজের ফলের বাগান কেটে ধ্বংস করেছেন জমির মালিক আখতারুজ্জামান খোকন। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয় পারভেজের। এ ঘটনার প্রতিবাদে জমির মালিক খোকনের শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় ঠাকুরগাঁও চৌরাস্তার সমবায় মার্কেটের সামনে এলাকাবাসীর আয়োজনে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন উদ্যোক্তা, তরুণ ও স্থানীয়রা।
মানববন্ধনে বক্তারা বলেন, “পৌরশহরের রোড এলাকার সফল উদ্যোক্তা মইনুল ইসলাম পারভেজ। ফল চাষে সফলতার পাশাপাশি জাতীয় পর্যায়ে সেরা ফলচাষী হিসেবে পুরস্কৃত হন তিনি।

বক্তারা আরো বলেন, লিজের কাগজপত্র অনুযায়ী ২০২৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বাগানে চাষাবাদ করার অনুমতি ছিল। সেরা ফলচাষী হিসেবে পুরস্কৃত হয়ে তিনি আমাদের জেলার গর্ব, একজন সফল উদ্যোক্তা। কিন্তু জমির মালিক আখতারুজ্জামান খোকন তার অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ বাগানটি ধ্বংস করে দেন। পারভেজের স্বপ্ন ভেঙে দেয়া এবং তার কঠোর পরিশ্রমের ফল গাছ কেটে ফেলার ঘটনা দুর্ভাগ্যজনক।

অন্যদিকে, অশ্রুভেজা চোখে ভুক্তভোগী পারভেজ বলেন, “সদর উপজেলার চিলারং এলাকার বুড়ি ব্যারেজ সংলগ্ন আখতারুজ্জামান খোকনের কাছ থেকে দুই একর জমি লিজ নিয়ে আমি পেয়ারা, কুল ও পেঁপে চাষাবাদ শুরু করি। ৬ বছর ধরে ফল চাষের সাথে যুক্ত থাকলেও জাতীয় পুরস্কার পাওয়ার পর থেকে জমির মালিক নানা অযুহাত দেখিয়ে আমাকে হয়রানি করতে শুরু করেন। অতিরিক্ত অর্থ দাবির পাশাপাশি বিভিন্ন অযৌক্তিক অভিযোগ তুলতেন। এরপর ৩০ জানুয়ারি আমার বাগানে তার নেতৃত্বে কিছু লোক আক্রমণ চালিয়ে বাগানের সব গাছ কেটে ফেলে। তার এই কর্মকাণ্ডে আমি হতাশ এবং আইনগতভাবে তার শাস্তির দাবি জানাচ্ছি।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর