Friday, March 14, 2025
Homeদিনাজপুরসামাজিক ফান্ড ফুলবাড়ী'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সামাজিক ফান্ড ফুলবাড়ী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

বন্ধুদের সঞ্চিত অর্থে শিক্ষা,চিকিৎসা ও সেবা, ৩টি বিষয় নিয়ে এলাকার দুস্থ শিক্ষার্থী ও রোগীদের আর্থিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক ফান্ড ফুলবাড়ী।
২০২১সনে, ২০২৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী বন্ধুদের সমন্বয়ে এই সেবামূলক সংগঠনটি গঠিত হয়। ইতোমধ্যে তাদের এ সামাজিক সেবামূলক কাজের জন্য সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।
সংগঠনটির তৃতীয় বছর পূর্ণ হওয়ায় শনিবার সকাল ১১টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় সভা কক্ষে সংগঠনটির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে সামাজিক ফান্ড ফুলবাড়ীর আয়োজনে সংগঠনের অন্যতম সদস্য শিক্ষিকা শামিমা আক্তার সুমি’র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. গোলাম কিরবিয়া এর সভাপতিত্বে
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন
মাদিলাহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু শহিদ,ফুলবাড়ি মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. আজিজুল হক সরকার,
সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আ. কুদ্দুস আকন্দ, অবিনাশ চন্দ্র রায়, তালিমুদ্দিন বালিকা কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাফেজ কারী আলহাজ্ব মো. মুখলিছুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

এছাড়াও বক্তব্য রাখেন সামাজিক ফান্ড ফুলবাড়ীর অন্যতম সদস্য সদরুল ইসলাম শিমুল, নুরুন্নবী রানা, জয়ন্ত চৌধুরী, সজল,লেলিন,সোহেল রানা, রবিউল ইসলাম রনি হাফিজুর রহমান, ডা.নাজমুল হোসেন শাহ্,শিক্ষক জহুরুল হক। এসময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সেখানে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
সংগঠনের সদস্যরা জানায়, ২০২১ সালের এইদিনে ১৪ জন সদস্য নিয়ে সংগঠনটি বৈশিক করোনা মহামারির সময় যাত্রা শুরু করে, বর্তমানে এই সংগঠনটির সদস্য সংখ্যা ৩৫জন। সংগঠনের ২০০৩ সালের এসএসসির বন্ধুরা দেশের বিভিন্ন স্থানে কর্মরত থেকে সকলে মিলে ‘সামাজিক ফান্ড ফুলবাড়ী’ নামের এই সংগঠনের ফান্ডে-অর্থ জমা করে। সেই সঞ্চিত অর্থ দিয়ে এলাকার শাতাধিক দুস্থ শিক্ষার্থী ও রোগীদের আর্থিক সহায়তা প্রদান করেছেন। এই কার্যক্রম তারা আরও প্রসারিত করবেন বলে জানান।

-মেহেদী হাসান/ফুলবাড়ী (দিনাজপুর)

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর