জেলা প্রতিনিধি, গাইবান্ধা:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিধান চন্দ্র মন্ডল (৩৫) ও তার স্ত্রীর (৩০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের উত্তর রসুল খোলা মন্ডলের বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত এই দম্পতি উত্তর রসুলপুর (খোলা মন্ডলের বাজার) গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, ওই সময় রিপন মন্ডলের ছেলে বিধান চন্দ্র মন্ডল তার অটোরিকশায় চার্জ দেওয়ার জন্য ঘরের ভেতর বৈদ্যুতিক সংযোগ দিচ্ছিলেন। এরই মধ্যে বিধান চন্দ্র বিদ্যুৎস্পৃষ্ট হলে তার স্ত্রী তাকে রক্ষা করতে যান। এ সময় দু’জনেই বিদ্যুতায়িত হয়ে মারা যান।
এ ঘটনার সত্যতা স্বীকার করে রসুলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য লাল মিয়া বলেন, এ ঘটনাটি খুবই দুঃখজনক। এ বিষয়ে সবার সাবধান থাকা উচিত।
Facebook Comments Box