Sunday, March 16, 2025
Homeআইন-আদালতঅপরাধ ও দুর্নীতিসাদুল্লাপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

সাদুল্লাপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে এবং চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরের দিকে রসুলপুরের ছান্দিয়াপুর বাজারের প্রধান সড়কে ওই বিক্ষোভ মিছিলটি করা হয়।

এরপর পরিষদ চত্বরে অবস্থান ধর্মঘট পালন করা হয়। সেখানে ভুক্তভোগী ইউপি সদস্য ও এলাকার সহস্রাধিক জনসাধারণ ওই চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেন।

এ সময় বক্তব্য দেন – রসুলপুর ইউপি সদস্য লাইজু বেগম, আফরোজা বেগম, কোহিনুর বেগম, ছাফের আলী, খোরশেদ আলম, বকুল মিয়া, মধু মিয়া, উপজেলা যুব জামায়াতের নেতা মাইদুল ইসলাম, ভুক্তভোগী জাকির হোসেন, আব্দুল জলিল, আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে।

বক্তারা বলেন, রসুলপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম নির্বাচিত হওয়ার পর থেকে দুর্নীতির আখড়া গড়ে তুলেছেন। ইতোমধ্যে ইউপির অধিকাংশ সদস্যদের সঙ্গে অশোভনীয় আচারণ করে তাদের পরিষদের কার্যক্রম থেকে দূরে রেখেছেন। এরই সুযোগে পরিষদের টিআর, কাবিখাসহ বিভিন্ন প্রকল্পের নামে কোটি টাকা আত্নসাত করেছেন চেয়ারম্যান। স্থানীয় বেশ কিছু মসজিদের উন্নয়ন প্রকল্পের টাকাও পকেটস্থ করেছেন রবিউল ইসলাম। এছাড়া ভিজিডি প্রকল্পে দুস্থ মানুষদের চাল ও টিসিবি পণ্যে ‘নয় ছয়’ কার্যক্রম অব্যাহত রাখছেন।

বক্তারা আরও বলেন, ইউপির হোল্ডিং ট্যাক্সের ৭০ লাখ টাকাও আত্নসাত করেছেন তিনি। এভাবে অধিকাংশ ইউপি সদস্যদের পাত্তা না দিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে কোটি টাকার দুর্নীতি করে তা আত্নসাতে মেতেছেন চেয়ারম্যান রবিউল ইসলাম। তার এই অপকর্মের বিষয়ে সংশ্লিষ্টদের কাছে লিখিত অভিযোগ করে কোনো প্রতিকার পাওয়া যায়নি। অবিলম্বে এই দুর্নীতিবাজ চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানান তারা।

এ বিষয়ে রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত না। কারা এই কর্মসূচি পালন করেছে, সেটি আমার জানা নেই।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর