শহিদুল হক, সাদুল্ল্যাপুর(গাইবান্ধা) প্রতিনিধিঃ
“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৮মার্চ) সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নারীর অধিকার, সমতা, ক্ষমতায়ন ও অগ্রগতি বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সঞ্চালনায় এবং সাদুল্ল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মাদ অনিক ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন এস আই সুমন রায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্ল্যাপুর উপজেলা আমির মো. এরশাদুল হক ইমন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্ল্যাপুর উপজেলা সেক্রেটারি মাওলানা মো. সিরাজুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. শহিদুল হকসহ বিভিন্ন সংগঠন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।