Sunday, March 16, 2025
Homeঠাকুরগাঁওশেখ হাসিনা মারা গেলে তার দাফন এই দেশের মাটিতে হবে না -আব্দুল...

শেখ হাসিনা মারা গেলে তার দাফন এই দেশের মাটিতে হবে না -আব্দুল হামিদ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো: আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি: শেখ হাসিনা মারা গেলে তার দাফন এই দেশের মাটিতে হবে না। আসলেও তাকে কারাগারে মরতে হবে। আমরা প্রথম দিকে মনে করেছিলাম আমাদের ছাত্র ভাইয়েরা আন্দোলন করে তাদের মধ্যে খবর আসছিল ১০০/১৫০/২০০ জন মারা গেছে। এখন আমরা দেখছি হাজার হাজার ছাত্র তারা তাদের বুকে রক্ত ঢেলে দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে। তাদের এই গোটা রক্ত চুষে খেয়েছে শেখ হাসিনা। আমরা দেখছি এখন একটা ভ্যানের মধ্যে লাশের স্তূপ। লাশের উপর লাশ রেখে আমাদের সন্তানদেরকে আগুন দিয়ে পেট্রোল দিয়ে তাদেরকে জ্বালিয়ে শেষ করে দিয়েছে। তিনি আরো বলেন, ছাত্র জনতার মহা বিপ্লবের মধ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছে। হাসিনার পতন ঘটেছে। ৫ তারিখের পর থেকে সাত দিন এদেশে কোন সরকার ছিল না পুলিশ ছিলনা, এখানে বিএনপি তার একটি পরিচয় দিয়েছে।দুই দেশে যখন গণ বিপ্লব ঘটে যখন একটা সরকার পালিয়ে যায় তখন ওই দিনে ওরাজকর্তা সৃষ্টি হয়, কি পরিমান লুটপাট হয়, আপনারা তা বুঝতে পারেন। কিন্তু এই বাংলাদেশের মানুষ এবং যার নেতৃত্ব দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদের আমাদের প্রিয় নেতা তার নেতৃত্বে বিএনপির সুসংগঠিত ছিল বিধায় আজকের সংখ্যালঘু ৫ তারিখের পরে সংখ্যালঘুদের নিয়ে ওই হিন্দুর সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে গোটা নাটক সৃষ্টি করে আজকের যে ষড়যন্ত্র শুরু করছিল সবকিছু মোকাবেলা করে বাংলাদেশের শান্তি সম্পূর্ণভাবে অটল রেখেছিল একমাত্র বিএনপি স্বতন্ত্র প্রহরির মতো এই সাতদিন। এতে বিএনপি’র পরীক্ষা হয়ে গেছে।এ সময় তিনি আরো বলেন সকলি মশারফ সাহেবদের ফেলে গিয়ে একটা করে দেশ থেকে পালিয়ে গেছে।যে দেশের যে দলের নেত্রী তার দলের নেতাকর্মীদের ফেলে একটা করে দেশ ছেড়ে পালিয়ে যায়।সে দলের কি আর কোন অস্তিত্ব থাকে।অর্থাৎ আওয়ামী লীগ বলতে কোন সংগঠন আজ অবধি ৫০ বছরে ঘুরে দাঁড়াতে পারবে এ বিশ্বাস বাংলাদেশের মানুষ করে না। শনিবার (৭সেপ্টেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলা ১৪ নং রাজগাঁও ইউনিয়ন পরিষদের সামনে জামাদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে বিএনপি’র এক আলোচনা সভা ও দোয়ার মাহফিলে এসব কথা বলেন তিনি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিনুর রহমান রিপন সহ-সভাপতি রুহিয়া থানা বিএনপি, এ সময় আরও বক্তব্য রাখেন মকবুল হোসেন সহ সংগঠনিক সম্পাদক, আব্দুল মালেক মানিক সাধারণ সম্পাদক রুহিয়া থানা বিএনপি, জহুরুল ইসলাম রিপন পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক রুহিয়া থানা বিএনপি সহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড নেতৃত্ববৃন্দ।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর