Friday, March 14, 2025
Homeরংপুররংপুরে সাজ্জাদ হত্যা মামলায় আ.লীগের ২ নেতা রিমান্ডে

রংপুরে সাজ্জাদ হত্যা মামলায় আ.লীগের ২ নেতা রিমান্ডে

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুর প্রতিনিধি:

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন হত্যা মামলায় রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওয়াজেদুল আরেফিন মিলনের পাঁচ দিন ও মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামী লীগের সদস্য মো. সুমন ওরফে রেডিও সুমনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৬ অক্টোবর) দুপুরে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ম আদালতের বিচারক মো. সোয়েবুর রহমান রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মিলন ও সুমনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. খালেদ উদ্দিন আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় আসামি পক্ষের জামিন আবেদন জানালে উভয় পক্ষের শুনানি শেষে মিলনের পাঁচ এবং সুমনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

একই সঙ্গে অন্য মামলায় কারাগারে থাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলকে সাজ্জাদ হত্যা মামলায় গ্রেফতারের আবেদন মঞ্জুর করেন আদালত।

গত ২১ আগস্ট নিহত সাজ্জাদ হোসেনের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ওই মামলায় শুক্রবার রাতে রংপুর নগরীতে অভিযান চালিয়ে ওয়াজেদুল আরেফিন মিলন ও মো. সুমন ওরফে রেডিও সুমনকে গ্রেফতার করে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ।

প্রসঙ্গত, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর সিটি বাজার সংলগ্ন রাজা রামমোহন মার্কেটের সামনে গুলিতে নিহত হন সাজ্জাদ হোসেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর