নিজস্ব প্রতিবেদক: রংপুর বিভাগের দিনাজপুরে সিভিল সার্জন বাদে সব জেলার সিভিল সার্জনকে ওএসডি করা হয়েছে। দেশের ২৯ জেলার সিভিল সার্জনদের ওএসডি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর মধ্যে রংপুর বিভাগেই ৭ জেলার সিভিল সার্জনকে ওএসডি করা হয়।
রোববার স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব সনজীদা শারমিনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আগামী ৬ মার্চের মধ্যে তাদের স্বাস্থ্য অধিদপ্তরে যোগ দিতে বলা হয়েছে।
রংপুর বিভাগের সিভিল সার্জনরা হলেনঃ
রংপুরের সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী।
নীলফামারীর সিভিল সার্জন ডা. মো. হাসিবুর রহমান।
লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়।
কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মো. মনজুর এ-মুর্শেদ।
ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. নুর নেওয়াজ আহমেদ।
গাইবান্ধার সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা। ও
পঞ্চগড়ের ডা. মোস্তাফিজুর রহমান
সেখানে বলা হয়, এই স্বাস্থ্য কর্মকর্তারা ৬ মার্চের মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিলে ৯ মার্চ থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।