Saturday, March 15, 2025
Homeরংপুররংপুর থেকে উপদেষ্টা নিয়োগ না দিলে উত্তরাঞ্চলে ‘ব্লকেড’ কর্মসূচির হুঁশিয়ারি

রংপুর থেকে উপদেষ্টা নিয়োগ না দিলে উত্তরাঞ্চলে ‘ব্লকেড’ কর্মসূচির হুঁশিয়ারি

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুর প্রতিনিধি:

আগামী তিন দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে রংপুর বিভাগ থেকে প্রতিনিধি নিয়োগ দেওয়া না হলে বৃহস্পতিবার থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় অনির্দিষ্টকালের জন্য ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় ছাত্র-জনতা।

রবিবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে রংপুর নগরীর সুমি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ছাত্র-জনতার ব্যানারে স্থানীয় সমন্বয়ক আলমগীর নয়ন।

সংবাদ সম্মেলনে নয়ন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে দেশের তিন বিভাগ থেকে কোনও উপদেষ্টা না রেখে বৈষম্য করা হয়েছে। বিশেষ করে রংপুর থেকে উপদেষ্টা না রাখায় শহীদ আবু সাঈদের আত্মত্যাগের সাথে বেইমানি করা হয়েছে।

তিনি বলেন, বিগত ১৬ বছর আওয়ামী ফ্যাসিজম রংপুরসহ উত্তরবঙ্গের উন্নয়নকে তলানিতে রেখে গোপালগঞ্জের উন্নয়ন করেছে। আমাদের মনে হচ্ছে, উপদেষ্টা পরিষদের রংপুরের প্রতিনিধি না থাকায় এই সরকারও আমাদের উন্নয়ন বঞ্চিত করবে। আমরা এর অবসান চাই।

সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়, আগামী তিন দিনের মধ্যে রংপুর থেকে উপদেষ্টার নাম ঘোষণা করতে হবে। তা না হলে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলায় এক যোগে উত্তরাঞ্চলজুড়ে ব্লকেড কর্মসূচি শুরু হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে আরও ঘোষণা দেওয়া হয়, পঞ্চগড়ের জিরো পয়েন্টে, ঠাকুরগাঁওয়ের গোলচত্বর, দিনাজপুরের দশমাইল মোড়, নীলফামারী গোল চত্বর, কাউনিয়ায় তিস্তা সেতু লালমনিরহাটের তিস্তা সেতু পয়েন্ট রংপুরের মর্ডান মোড়, সিরাজগঞ্জের হাটি কুমরুল, বগুড়ার বনানী, নাটোরের গোল চত্বর, রাজশাহীর বাইপাস, চাঁপাইনবাবগঞ্জ মোড়, নওগার ব্রিজ, জয়পুরহাট মোড় এলাকায় একসঙ্গে রাজপথ রেলপথ ব্লকেড কর্মসূচি পালিত হবে।

সাংবাদিক সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর