Home কুড়িগ্রাম যায়যায়দিনের ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে নাগেশ্বরীতে মানববন্ধন

যায়যায়দিনের ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে নাগেশ্বরীতে মানববন্ধন

যায়যায়দিনের ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে নাগেশ্বরীতে মানববন্ধন

আব্দুল হাই, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
বহুল প্রচারিত বাংলা জনপ্রিয় জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মানববন্ধন করেছে উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকা, অনলাইন ও ইলেক্ট্রিক মিডিয়ার সংবাদকর্মীরা।

যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে শুক্রবার বিকাল ৪টায় প্রেসক্লাব নাগেশ্বরী’র সামনে এই মানববন্ধন করেন তারা। নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ও যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি ওমর ফারুকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি ও ভোরের ডাকের প্রতিনিধি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মজিবর রহমান।

এছাড়াও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও দৈনিক সংগ্রাম এর প্রতিনিধি মজিবুল হক খন্দকার বেলাল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, দৈনিক দেশ বাংলা প্রতিনিধি আশরাফুল হক আপেল, দৈনিক সাতমাথার প্রতিনিধি মসলেম উদ্দিন, মাইটিভির প্রতিনিধি লতিফুর রহমান লিংকন, দৈনিক নিরপেক্ষ প্রতিনিধি আব্দুল হাই, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি মিজানুর রহমান, প্রতিদিনের বাংলাদেশ এর প্রতিনিধি জেলাল আহমেদ রানা, ক্রীড়া সংস্থার সদস্য কামাল হোসেন মানববন্ধনে বক্তব্য রাখেন।

এছাড়াও মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here