Tuesday, March 18, 2025
Homeকুড়িগ্রামমাছ চুরির অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

মাছ চুরির অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

কুড়িগ্রাম প্রতিনিধি:

মাছ চুরির অভিযোগে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা শহরের বটতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজিবপুর থানার উপপরিদর্শক (এসআই) সহিজল এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতার নাম মেহেদী হাসান তারেক। তিনি ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে স্থানীয় একটি মাদ্রাসায় অফিস সহকারী হিসেবে চাকরিরত। তার বিরুদ্ধে অন্যের পুকুর থেকে সংঘবদ্ধভাবে মাছ চুরির অভিযোগ পাওয়ার দাবি করেছে পুলিশ। তবে মামলার বাদীর পরিচয় জানাতে পারেনি।

মেহেদীর বড় ভাই আরিফ বলেন, ‘মেহেদীকে কেন গ্রেফতার করা হয়েছে, তা আমাদের জানা নেই। তার বিরুদ্ধে কোনও মামলা নেই। তবে ধারণা করছি বিশেষ অভিযানের নামে গ্রেফতার করা হয়েছে। আমরা থানায় গেলে পুলিশ বলেছে পরে আসতে।’

উপজেলা ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাবেক সাধারণ সম্পাদক মেহেদী ভাইয়ের বিরুদ্ধে কোনও মামলা নেই। সোমবার সন্ধ্যার পর তার বাড়ির পাশের বটতলা বাজারে তিনি চা পান করতে আসলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে কী অভিযোগ, তা আমাদের জানা নেই।’

এসআই সহিজল বলেন, ‘মেহেদীকে নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে অন্যের পুকুরের মাছ চুরির অভিযোগ আছে।’

মামলার বাদীর পরিচয় জানতে চাইলে তা জানাতে অপারগতা প্রকাশ করেন থানার দায়িত্বপ্রাপ্ত এই পুলিশ কর্মকর্তা। দায়েরকৃত মামলায় সোমবার রাত ৯টা পর্যন্ত অন্য কাউকে গ্রেফতার করা হয়নি বলেও জানান তিনি।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর