Tuesday, April 1, 2025
Homeকুড়িগ্রামমহান স্বাধীনতা দিবসের বিপরীতে শোক পালন করেছে টিএমএসএস

মহান স্বাধীনতা দিবসের বিপরীতে শোক পালন করেছে টিএমএসএস

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শোক পালন করেছে টিএমএসএস ফুলবাড়ী শাখা। মঙ্গলবার (২৬ মার্চ) টিএমএসএস ফুলবাড়ী শাখা ২ ও ৩ এর কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে দায়িত্বের অবহেলা করা হয়।

বিষয়টি পথচারীদের নজরে এলে অনেকেই ক্ষোভ প্রকাশ করে টিএমএসএস ফুলবাড়ী শাখা কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা করার অভিযোগ তোলেন। তারা বলেন, এত বড় প্রতিষ্ঠান এমন ভুল করলে মেনে নেয়া যায় না। এ যেন স্বাধীনতা ও জাতীয় দিবসের বিপরীতে পালিত হচ্ছে শোক দিবস।
মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত করে শোক দিবসে পরিণত করেছে টিএমএসএস। কোনো প্রতিষ্ঠান এমন দায়িত্বের অবহেলা মেনে নেয়ার মতো নয়। পরবর্তীতে কেউ যেন এমন দায়িত্বের গাফিলতি না করে, সেজন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।

বিষয়টি নিয়ে টিএমএসএস ২ শাখার ব্যবস্থাপক আব্দুর রাজ্জাকের সাথে কথা হলে তিনি বলেন, ৩ শাখার ব্যবস্থাপক ইমরান ইন্টারনেট সার্চ করে দেখে নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী আমরা জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম জানান, বিষয়টি আমার জানা নাই। খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর