নুরুল আমিন ভুরুঙ্গামারী( কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় মুসলিম দেশ ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যা এবং ভারতে মুসলিম বিরোধী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ শুক্রবার জুম্মার নামাজের পর দুপুরে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
তৌহিদী মুসলিম জনতার ব্যানারে বিক্ষোভ কর্মসূচীটি আয়োজন করে।
ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে থেকে বাদ জুম্মা একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল যুদ্ধবিরতি ভেঙে পবিত্র রমজান মাসে গাজার নিরস্ত্র মানুষের ওপর হামলা করেছে।
এতে গত দু’দিনে শিশুসহ এক হাজারের অধিক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। অপর দিকে
ভারতে হোলি উৎসবে উগ্রবাদী হিন্দু মতবাদীদের দ্বারা মুসলিম নির্যাতনের ঘটনা ঘটেছে।
এছাড়া ভারতে দীর্ঘদিন যাবত মুসলিম বিরোধী আগ্রাসন চলমান রয়েছে। ইসরাইল ও ভারতে মানবতাবিরোধী কর্মকাণ্ড চলছে।
বিক্ষোভ সমাবেশ বক্তারা গাজায় ইসরাইলের গণহত্যা এবং ভারতে মুসলিম বিরোধী আগ্রাসন বন্ধ করতে জাতিসংঘ সহ অন্যান্য বিশ্ব সংস্থাকে জোড়ালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
ছাত্রনেতা সাহাদৎ হোসেনের সঞ্চালনায় এ সময় কওমি ওলামা পরিষদ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসান কাশেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি এসএম মনিরুজ্জামান, উপজেলা জামায়াত ইসলামের আমির আনোয়ার হোসেন, ভূরুঙ্গামারী সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, খতিব মাওলানা খাইরুল ইসলাম, মাওলানা খালিদ সাইফুল্লাহ ও ছাত্রনেতা রোকনুজ্জামান রোকন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।