Tuesday, April 22, 2025
Homeদিনাজপুরবোচাগঞ্জে ভুয়া অর্থোপেডিক চিকিৎসক গ্রেফতার

বোচাগঞ্জে ভুয়া অর্থোপেডিক চিকিৎসক গ্রেফতার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ আশিকুর ইসলাম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ভুয়া অর্থোপেডিক চিকিৎসক মোঃ মোশারফ হোসেন কে দুই মাসের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

২০ এপ্রিল (রবিবার) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল হুদা অর্থোপেডিক চিকিৎসক মোশারফ হোসেন এর নিজস্ব চেম্বারে পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্মমান আদালতের কাছে চিকিৎসা সেবার বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি মোশারফ হোসেন। মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২ ও ২৮ ধারা লঙ্ঘনের অপরাধে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন ভ্রাম্যমাণ আদালত। এতে চিকিৎসক মোশারফ হোসেন কে ৫০ হাজার টাকা জরিমানা ও ২ মাসের জেল প্রদান করা হয়।

মোশারফ হোসেন দীর্ঘদিন থেকে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় চেম্বার খুলে নিজেকে অর্থোপেডিক চিকিৎসক পরিচয়ে রোগীদের সেবা দিয়ে আসছিলেন। তার চিকিৎসা সেবা দেওয়ার কোনো সনদপত্র নেই। তারপরও তিনি নিজেকে অর্থোপেডিক চিকিৎসক পরিচয়ে ভাঙ্গা মচকা রোগের ব্যবস্থাপত্র লিখে দিতেন।

বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার বিজয় কুমার রায় বলেন, অভিযুক্ত মোশারফ হোসেন কোনোমতেই রোগীর ব্যবস্থাপত্র লিখতে পারেন না। তিনি মেডিকেল আইন লঙ্ঘন করে এই কাজগুলো করে আসছিলেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর