Saturday, March 15, 2025
Homeদিনাজপুরবীরগঞ্জে সীমাহীন নিয়োগ বাণিজ্য, ইউএনও সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালতে মামলা

বীরগঞ্জে সীমাহীন নিয়োগ বাণিজ্য, ইউএনও সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালতে মামলা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো: তোফাজ্জল হোসেন বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে মুরারীপুর দাখিল মাদ্রাসার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী এবং মাদ্রাসা সুপার নুর আহম্মদের বিরুদ্ধে বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে | মোটা অঙ্কের আর্থিক লেনদেনের বিনিময়ে সহ-সুপার, আয়া ও নিরাপত্তা প্রহরী পদে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে |

এ ঘটনায় নিয়োগ বঞ্চিত প্রার্থী শরীফ আহম্মদ বাদি হয়ে দিনাজপুর সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলার বাদী শরীফ আহম্মদের অভিযোগ, মাদ্রাসা বোর্ড গত ৬ জানুয়ারি’২০২৫ মোতাবেক সকল দাখিল মাদ্রাসা সমূহের কমিটি বিলুপ্ত করে এডহক কমিটি গঠন ও আগামী ৬ মাসের মধ্যে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন কিন্তু মাদ্রাসার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী এবং মাদ্রাসা সুপার নুর আহম্মদ জারিকৃত আদেশ অমান্য করে অন্যায় ও অসৎ উদ্দেশ্যে তড়িঘড়ি করে ৩টি পদে গত ২৫ জানুয়ারি’২০২৫ তারিখে নিয়োগ পরীক্ষা গ্রহণ করেন এবং অবৈধভাবে নিয়োগ প্রদান করেন।

সভাপতি ইউএনও ফজলে এলাহী এবং মাদ্রাসা সুপার নুর আহম্মদ জারিকৃত আদেশ অমান্য করে অন্যায় ও অসৎ উদ্দেশ্যে তড়িঘড়ি ঐ ৩ পদে ২৫ জানুয়ারি’২০২৫ তারিখে নিয়োগ পরীক্ষা গ্রহণ এবং অবৈধভাবে নিয়োগ প্রদান করেন।এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, বিজ্ঞ আদালত মামলা আমলে নিয়ে ইতোমধ্যে সমন জারি করেছেন |

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর