মো: তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে বাড়ীঘর ভাংচুর, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলা সাংবাদিক নাজমুল ইসলাম, তার মা জয়গুন বেগম সহ ৪জন গুরুতর আহত হয়েছেন।আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন নাজমুলের বড় ভাই নাসির ইসলাম। মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ক্রয়কৃত জমি বুজিয়ে না দিয়ে চাঁদাবাজদের দাবীকৃত ৫ লাখ টাকা না দেয়ায় পৌরশহরের মাকড়াই এলাকায় মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় প্রতিবেশী ইসমাইলের ছেলে সিরাজের নেতৃত্বে ২৫/৩০ জনের সংঘবদ্ধ ভাড়াটে সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে সাংবাদিক নাজমুল ইসলামের বাবা শমসের আলীর বসত বাড়িতে আক্রমণ, ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ এবং হামলা চালিয়ে সাংবাদিক নাজমুল ইসলাম (২৫), তার মা জয়গুন বেগম (৫৫), ভাই আক্তারুল ইসলাম (২৯) ও ভাতিজা ফাহিম ইসলাম (১০)কে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারধর করে মারাত্মক রক্তাক্ত জখম ও গুরুতর আহত করেন।
এছাড়াও তান্ডব চালিয়ে ভাংচুর করায় ক্ষতি ৮০ হাজার, গরু বিক্রির নগদ সাড়ে ৩ লাখ টাকা চুরি ও ৫০ হাজার টাকার খড় পুড়ে ভস্মীভূত করায় ব্যাপক ক্ষতি হয়েছে।
ঘটনার পরপরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের খোঁজ খবর নেন বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর এবং বাদীর আবেদনের প্রেক্ষিতে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জন সন্ত্রাসীর বিরুদ্ধে থানায় ১৪(৩)২০২৫ নম্বর মামলা রেকর্ড করেন। এ ঘটনায় বীরগঞ্জ, পার্শ্ববর্তী কাহারোল ও খানসামা উপজেলার সাংবাদিকগণ সাক্ষাৎ করে খোঁজখবর নেন এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সংবাদ লেখা পর্যন্ত মামলার তদন্তকারী কর্মকর্তা সুমন দেবনাথ কোন আসামি গ্রেফতার বা লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে সক্ষম হয়নি।