Friday, March 14, 2025
Homeরংপুরবন্যার্তদের জন্য সম্মিলিত লেখক সমাজ রংপুরের টাকা প্রদান

বন্যার্তদের জন্য সম্মিলিত লেখক সমাজ রংপুরের টাকা প্রদান

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুর প্রতিনিধি:

টানা বৃষ্টি আর ভারতের বাঁধ খুলে দেয়ায় উজান থেকে নেমে আসা আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থদের সহযোগিতার জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনকে এক লাখ টাকা প্রদান করেছে সম্মিলিত লেখক সমাজ রংপুর।

বুধবার (২৮ আগস্ট) দুপুরে অগ্রনী ব্যাংকের মাধ্যমে আস-সুন্নাহ ফাউন্ডেশনের একাউন্টে এ টাকা প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অর্থ উপকমিটির আহবায়ক মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ। তিনি জানান, রংপুরের লেখকরা সবসময় ঐক্যবদ্ধ থেকে যে কোন দুর্যোগে মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। সেই মানবিক উদ্যোগের ধারাবাহিকতায় ভয়াবহ বন্যায় প্লাবিত দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, খাগড়াছড়ি, বৃহত্তর চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলাসমূহের বানভাসী মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যে কাজ করা আস-সুন্নাহ ফাউন্ডেশনের একাউন্টে এক লাখ টাকা প্রদান করা হয়।

লেখকদের কাছ থেকে উত্তোলিত টাকা আহবায়ক কমিটির কাছে তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত লেখক সমাজ রংপুরের প্রতিষ্ঠাতা সদস্য মনজিল মুরাদ লাভলু, জাকির আহমদ, রেজাউল করিম জীবন, কবি মিনার বসুনিয়া, রংপুর সাহিত্য একাডেমীর সভাপতি হাই হাফিজ, মোস্তাফিজ রহমান, ফারহান শাহীল লিয়ন। এর আগে সম্মিলিত লেখক সমাজ, রংপুরের সহায়তা তহবিলে পঞ্চাশ হাজার এক টাকা হস্তান্তর করেন বিভাগীয় লেখক পরিষদের সহ সভাপতি এবং আক্কেলপুর নবীন সংঘের উপদেষ্টা কথাসাহিত্যিক রশীদুল ইসলাম চৌধুরী। উপকমিটিতে ছিলেন জিয়াউল আলম ফারুকী ও শিস খন্দকার।

এ বিষয়ে সম্মিলিত লেখক সমাজ রংপুরের প্রতিষ্ঠাতা সদস্য রেজাউল করিম জীবন বলেন, রংপুরের লেখকরা সবসময় যে কোন দুর্যোগে মানুষে পাশে থাকার চেষ্টা করেছে। সেই ধারাবাহিকতায় এবারেও এগিয়ে এসেছে লেখকরা। প্রথম ধাপে এক লাখ টাকা প্রদান করা হয়েছে। এরপরের ধাপেও সহযোগিতা করার পরিকল্পনা রয়েছে। এসময় তিনি রংপুরের সকল লেখককের প্রতি কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর