Sunday, March 16, 2025
Homeরংপুরপীরগাছায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

পীরগাছায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

পীরগাছা(রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পীরগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নুুরে আলম।গতকাল সোমবার ৩০ সেপ্টেম্বর বিকালে থানা কমপ্লেক্সে ওসির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি পীরগাছা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন। মতবিনিময়কালে সাংবাদিকরা ওসির কাছে উপজেলায় মাদক, জুয়া, চোরাচালান, কিশোর গ্যাং, ইভটিজিংসহ নানা সমস্যা তোলে ধরে তা সমাধানের পরামর্শ দেন।পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে নবাগত ওসি নুরে আলম
বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা ও অপরাধ নির্মূল করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এজন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। তিনি আশা করেন অপরাধ দমনে সাংবাদিকরা সব সময় পুলিশের পাশে থাকবেন, সহযোগিতা করবেন। বস্তনিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে একজন সাংবাদিক মানবিক সমাজ গঠন ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। তিনি জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নির্মূলে পুলিশ-সাংবাদিক এক হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।এসময় উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর