পীরগাছা (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগাছায় ৫ শতাধিক পরিবারের অসুস্থ্ রোগিদেরকে অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় ও ওষুধ বিতরন করা হয়েছে।শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মিরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মিরাপাড়া যুব নাগরিক ও শিক্ষার্থী সমাজের আয়োজনে দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প সেবায় কৈকুরি ইউনিয়নের প্রায় ১ হাজার রোগিকে অভিজ্ঞ বিশেষকজ্ঞ ডাক্তার দ্বারা পরীক্ষা নিরিক্ষা , চিকিৎসা ,পরামর্শ ও ফ্রি ওষুধ প্রদান করা হয়েছে ।মেডিকেল ক্যাম্প উদ্বধোন করেন, সমাজ সেবক রংপুর জেলা বিএনপির অন্যত্তম সদস্য কর্ণেল অব আব্দুল বাতেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন,পীরগাছা থানার অফিসার ইনর্চাজ নুরে আলম সিদ্দিকী। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বলেন, যুবকদের এ ধরনের উদ্যোগে সমাজের জন্য খুব ভালো ও প্রশাংসার কাজ। আয়োজনকারী যুব সমাজের সদস্যরা বলেন, তাদের এ ধরনের কাযক্রম প্রতিনিয়ত চলমান থাকবে। ইউনিয়ন থেকে শুরু করেছে পরে এর সেবার মান আরো বৃদ্ধি করতে কাজ করবে তারা।