Monday, March 17, 2025
Homeরংপুরপীরগাছায় ফুটপাতে শীতের কাপড় কিনতে ক্রেতাদের ভিড়

পীরগাছায় ফুটপাতে শীতের কাপড় কিনতে ক্রেতাদের ভিড়

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img
পীরগাছা (রংপুর) প্রতিনিধি :
রংপুরের পীরগাছায় ফুটপাতে শীতের কাপড় কিনতে ক্রেতাদের ভিড়।শনিবার (৭ ডিসেম্বর) রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সদর ইউনিয়নের রেলস্টেশন এলাকায় অস্থানীয় ভাবে দোকানিরা বসেছেন শীতের জামাকাপড় বিক্রয়ের জন্য। সে সব দোকানে ছোট বড় সব বয়সীদের শীতের জামা কাপড় পাওয়া যাচ্ছে। নিম্ন আয়ের মানুষ জন এসব দোকান থেকে পছন্দ অনুযায়ী জামা কাপড় ক্রয় করছেন। খোজ খবর নিয়ে জানা যায় অস্থানীয় এসব দোকানে প্রতিটি জ্যাকেট ৫০০ থেকে ৮০০ টাকায় পাওয়া যাচ্ছে, ব্লেজার পাওয়া যাচ্ছে ১ হাজার থেকে দেড় হাজার টাকায়, ফুল হাতা গেঞ্জি ১০০ টাকা থেকে ২০০ টাকায় এবং ট্রাউজার ১০০ থেকে ১৫০ টাকায় পাওয়া যাচ্ছে। অস্থায়ী পুরান কাপড় ব্যবসায়ী বাধন চন্দ্র বলেন, ৩ বছর ধরে তিনি পুরান কাপড় বিক্রয় করছেন। শীত এলে বিক্রয় বাড়ে। কয়েক সপ্তাহ ধরে শীত বাড়ছে তাই বিক্রয় ও ভালো হচ্ছে। প্রতিদিন সকাল থেকেই ক্রেতারা আসেন এইসব দোকানে এবং তাদের পছন্দ অনুযায়ী ক্রয় করছেন শীতের জামা কাপড় । শীতের কাপড় কিনতে আসা উপজেলার ছাওলা ইউনিয়নের নবু হারিয়া ঘাট এলাকার ছাত্র মামুন মিয়া বলেন, রাতে প্রচুর ঠান্ডা পড়ে। ছোট ছোট বাচ্চাদের অনেক কষ্ট হচ্ছে। শীতের কাপড় কিনতে আসছি। এসব দোকানে কম দামে জিনিস পাইতেছি। তাই সবসময় এখান থেকেই কিনে থাকি। কিসামত এলাকার হাবিব সরকার  জানান, শীত বাড়ছে বাইরে কাজ করতে গেলে জামা কাপড় দরকার। অল্প আয় দিয়ে সংসার চালানোই কষ্ট। তাই এসব দোকান থেকে ক্রয় করলে কম দামে ক্রয় করা যায়।অগ্রহায়ণের মাঝামাঝি থেকেই শীত বাড়তে থাকে। এতে সবচেয়ে বড় সমস্যায় পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষরা। তাই তারা শীত নিবারণের জন্য রিকশাচালক, ভ্যানচালকসহ স্বল্প আয়ের মানুষজন ভিড় করছে দোকান গুলোতে। অল্প দামে গরম কাপড় কিনতে নারী পুরুষ বয়স্ক সব বয়সী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে ফুটপাতের এসব অস্থায়ী দোকানগুলোতে।
Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর