পীরগাছা (রংপুর) প্রতিনিধি –
রংপুরের পীরগাছায় উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলামের বদলী জনিত বিদায় ও নবাগত প্রকৌশলী আসাদুজ্জামান জেমীকে বরণ উপলক্ষে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে উপজেলা ঠিকাদার সমিতি।উক্ত অনুষ্ঠানে উপজেলা ঠিকাদার সমিতির সহ-সভাপতি রবি লাহিড়ীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। অনুষ্ঠানে বক্তব্যদেন উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি এবং পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা।বিদায়ী প্রকৌশলী মনিরুল ইসলাম, নবাগত প্রকৌশলী আসাদুজ্জামান জেমী ও ঠিকাদার শাহ মোঃ রনজু মিয়া। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ঠিকাদার সমিতির উপদেষ্টা আমিনুল ইসলাম রনজু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ডায়েল, কোষাধ্যক্ষ মর্তুজার রহমান তারা, কার্যকরী সদস্য হাফিজুর রহমান সংগ্রাম, আবু সায়েম রাসেল, মেরাজুল ইসলাম মিঠুসহ উপজেলা ও জেলা পর্যায়ের ঠিকাদারগণ। পরে বিদায়ী প্রকৌশলী মনিরুল ইসলাম এবং নবাগত প্রকৌশলী আসাদুজ্জামান জেমীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
Facebook Comments Box