হাবিবুর রহমান, (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ডালেজ।( ২৪ জানুয়ারী) শুক্রবার রাতে উপজেলার রেলস্টেশন সহ বিভিন্ন এলাকায় শীতার্ত, দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ডালেজ বলেন, ছিন্নমূল ও গৃহহীন অনেক অসহায় মানুষের পর্যাপ্ত শীতবস্ত্র নেই। শীতে রাস্তার পাশে-ফুটপাতে তারা অনেক কষ্টে রাতযাপন করেন।
রাতে উপজেলার রেলস্টেশন সহ বিভিন্ন এলাকা ঘুরে ফুটপাতে ঘুমানো বাস্তুহারা অসহায় দুস্থ পাঁচ শতাধিক লোকের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। শীতে মানুষ অনেক কষ্ট করছে। আমরা ঘুরে ঘুরে রাস্তায় থাকা মানুষজন কে কম্বল পৌঁছে দিয়েছি। এতে কিছুটা হলেও শীতের কষ্ট দূর হবে তিনি দেশের বিত্তবান মানুষকে শীতার্ত মানুষের পাশে থাকার আহবান জানান।এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোসলেম উদ্দিনসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।