Saturday, March 15, 2025
Homeঠাকুরগাঁওপীরগঞ্জে ইউএনও না থাকায় জনভোগান্তি চরমে

পীরগঞ্জে ইউএনও না থাকায় জনভোগান্তি চরমে

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ আবু বক্কর সিদ্দিক, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
প্রায় দেড় মাস ধরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নেই ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায়। এতে উপজেলা প্রশাসনের কাজে দেখা দিয়েছে স্থবিরতা, ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার সাবেক ইউএনও মো. রমিজ আলম কে রংপুর জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হলে গত ২১ জানুয়ারী তিনি সেখানে যোগদান করেন। পার্শ্ববর্তী রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রকিবুল হাসানকে পীরগঞ্জে ইউএনও হিসেবে বদলি করা হয়। কিন্তু প্রায় দেড় মাস হতে চললেও তিনি পীরগঞ্জে যোগদান করেননি।

পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এন.এম ইসফাকুল কবীর ইউএনও’ র অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন।ইউএনও’ র অবর্তমানে তাকে পৌরসভার মেয়র ও উপজেলা চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করতে হচ্ছে। এছাড়াও প্রায় দুইশত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বও চেপে বসেছে সহকারী কমিশনারের ওপর। একজন কর্মকর্তার পক্ষে ভূমি দপ্তর, ইউএনও’ র দপ্তর, উপজেলা চেয়ারম্যানের দপ্তর, পৌরসভার দপ্তরসহ উপজেলার সকল প্রশাসনিক কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। এতে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। বিভিন্ন দপ্তরের ফাইল স্বাক্ষর করতে যেমন হয়রানি হতে হচ্ছে সহকারী কমিশনারকে তেমনি স্বাক্ষরের জন্য বিভিন্ন দপ্তরের কর্মচারী ও সাধারণ মানুষকে ঘুরতে হচ্ছে সহকারী কমিশনারের কাছে। এতে সেবা পেতে বিলম্ব হচ্ছে সেবা প্রত্যাশীদের।

ইউপি চেয়ারম্যান মখলেসার রহমান চৌধুরী বলেন, ব্যস্ততার কারণে এসিল্যান্ডকে সেভাবে পাওয়া যাচ্ছে না। তাছাড়া সব কাগজে স্বাক্ষর দিতে চান না এসিল্যান্ড। এতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালাতে সমস্যা হচ্ছে। এ বিষয়ে সহকারী কমিশনার এন.এম ইসফাকুল কবীর বলেন, কাজের চরম চাপ। তিনি যথাসাধ্য চেষ্টা করছেন। এখানে একজন ইউএনও’ র জরুরি প্রয়োজন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন, বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর