নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ। বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দুপুরে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে সদর উপজেলা শিক্ষক সমাজের ব্যানারে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার।
উপজেলা শিক্ষক সমাজের আহ্বায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে সভা পরিচালনা করেন নীলসাগর মডেল কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহেল পারভেজ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ রাহেদুল ইসলাম দোলন ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুভ চৌধুরী বক্তব্য দেয়।
অন্যান্যের মধ্যে চাঁদেরহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, পলাশবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার রায় বক্তব্য দেয়।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে হেনস্তা, পদত্যাগে বাধ্য করানোসহ হয়রানি করার খবরে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি ও শিক্ষক নেতৃবৃন্দরা। এই রকম ঘটনার নিন্দা প্রকাশ করা হয় সভায়।