নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর পলাশবাড়ি পাটোয়ারী পাড়া এলাকায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আবু বককর (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গত ১১মার্চ দুপুরে শিশুটি ব্র্যাক স্কুল শেষে মামার বাড়িতে ফিরছিলো। পথিমধ্যে বককর শিশুটিকে পেঁপে দেয়ার কথা বলে নিয়ে যায় তার ছোট মেয়ের বাড়িতে। ওই বাড়িতে কেউ না থাকায় শিশুটিকে জোড়পুর্বক ধর্ষণ করেন তিনি।
ঘটনাটি কাউকে না জানাতে ভয়ভীতি দেখায় শিশুটিকে ওই ব্যক্তি। ১৪মার্চ রাতে অসুস্থ্যতা বোধ করলে বিষয়টি তার নানিকে জানায় শিশুটি। এরই মধ্যে জানাজানি হলে স্থানীয়রা বককরকে আটকিয়ে পুলিশে খবর দিলে তাকে নিয়ে যাওয়া হয় থানায়। শিশুটিকে ভর্তি করা হয়েছে নীলফামারী জেনারেল হাসপাতালে। এ ঘটনায় একটি মামলা করেছেন মেয়েটির মামা সফিয়ার রহমান।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান সাঈদ জানান, “আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে ধর্ষককে জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) আব্দুর রহিম জানান, “শিশুটির চিকিৎসা চলছে। পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।”
নীলফামারীতে পেঁপে দেয়ার ডেকে নিয়ে শিশুকে ধর্ষন, ধর্ষক বৃদ্ধ গ্রেপ্তার
Facebook Comments Box