নীলফামারী প্রতিনিধি:
বণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে বুধবার (১ জানুয়ারী) সকাল ৯টায় বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। সকাল সাড়ে ১০টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার। সভায় জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন জেলা বিএনপির সাধারন সম্পাদক জহুরুল আলম।
অন্যান্যদের মধ্যে বক্তৃতা দেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব উর রহমান মাহবুব, যুগ্ম-সাধারন সম্পাদক এ্যাড. কাজী আখতারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. আল মাসুদ চৌধুরী প্রমূখ।