মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সল্যুশন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এতে জানানো হয় অনলাইন প্ল্যাটফর্মে সুখী অ্যাপ ব্যবহার করে অনলাইন ভিডিও কনসালটেশন, অনলাইন ফার্মেসি, হেলথ এন্ড ওয়েলনেস প্রোডাক্ট, ব্ল্যাড ব্যাংক সহায়তা, তাৎক্ষণিক ডাক্তারের পরামর্শ, হোম ল্যাব টেস্ট, কেয়ারগিভার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সার্ভিস পাওয়া যাবে। এছাড়াও ১০৬৫৭ নাম্বারে রিং করেও অনুরূপ সেবা পাওয়া যাবে।
অনুষ্ঠানে গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টা ডা. লুৎফর রহমান, গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সল্যুশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমেদ আরমান সিদ্দিকী, প্রধান প্রযুক্তি কর্মকর্তা সোলায়মান রাসেল, সফটওয়্যার প্রকৌশলী রাকিবুল ইসলাম, সফটওয়্যার প্রকৌশলী আরিফুর রহমান ও পার্টনারশিপ অফিসার আফজাল হোসেন বক্তব্য দেন।
গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সল্যুশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমেদ আরমান সিদ্দিকী জানান, ২০টাকার বিনিময়ে এই সেবা গ্রহণ করতে পারবেন যে কেউ। মূলত হাতের নাগালে স্বাস্থ্য সেবা প্রদান নিয়ে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনস এই উদ্যোগ নিয়েছে। স্বাস্থ্য সুরক্ষায় যখন যা প্রয়োজন, সবই পাবেন এই সুখীতে।