যৌথবাহিনীর অভিযানে নাটোর জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়ার বাড়ি থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তার বাড়িতে একটি ভারতীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি পাওয়া গেছে।
শুক্রবার (০৬ সেপ্টেম্বর) ভোরে শহরের কানাখালী এলাকায় ওই নেতার বাড়িতে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, গতকাল রাতে মেজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা মিলে যৌথবাহিনীর অভিযান শুরু করে। শুক্রবার ভোরে জেলা যুবলীগের সভাপতি এহিয়ার বাসা থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও পিস্তলের কভার উদ্ধার করা হয়।
এ ঘটনায় একটি অবৈধ অস্ত্র মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
-সারাদেশ
Facebook Comments Box