আব্দুল হাই,নাগেশ্বরী (প্রতিনিধি) কুড়িগ্রাম
উত্তরাঞ্চলের জনপ্রিয় অনলাইন নিউজ প্রোর্টাল ‘রংপুর নিউজ’ ও জাতীয়
দৈনিক ‘নিরপেক্ষ’ পত্রিকায় গত ২৩ ফেব্রুয়ারি (রোববার) নাগেশ্বরী
পল্লী বিদ্যুৎ অফিসে দালালদের দৌরাত্ম্য একটি সংবাদ শিরোনাম
প্রকাশের পর ডিজিএম জসিমকে প্রত্যাহার করছে কর্তৃপক্ষ।
পল্লী বিদ্যুৎ গ্রাহকদের হয়রানি ও দালাল চক্রের মাধ্যমে সংযোগ
স্থাপনসহ নানা অনিয়মের সংবাদ প্রকাশের পর ,নাগেশ্বরী পল্লী বিদ্যুৎ
জোনাল অফিসের ডিজিএম জসিম উদ্দিনকে কুড়িগ্রাম জেলার
চিলমারী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে বদলি করা হয়েছে।
গত ২৫ ফেব্রুয়ারী (মঙ্গলবার) কুড়িগ্রাম-লালমনি পল্লী বিদ্যুৎ
সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ জাকির হোসেন স্বাক্ষরিত
এক দপ্তরাদেশে বদলীর বিষয়টি নিশ্চিত করেন তিনি।
এদিকে ডিজিএম জসিমের বদলীর খবর নাগেশ্বরী উপজেলার সর্বত্র
ছড়িয়ে পড়লে স্বস্তির নিশ্বাস ফেলছে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক ও
হয়রানি হওয়া ভোক্তাভোগি। ডিজিএম জসিমের বদলীর আদেশে নাগেশ্বরী
পল্লী বিদ্যুৎ জোনের সিন্ডিকেট দালাল চক্রের সদস্যদের মধ্যে হতাশা দেখা
দিয়েছে। বদলিকৃত জসিমকে‘র চেয়ারে বসছেন,সদ্য যোগদানকৃত ডিজিএম
মোঃ রেজাউল করিম। ২৬ ফেব্রুয়ারী (বুধবার) থেকে তিনি নাগেশ্বরী
জোনাল অফিসের ডিজিএমের দায়িত্বপালন করবেন বলে অফিস সূত্রে
জানা গেছে।